বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২২ সার্কুলার PDF প্রকাশিত হয়েছে। নতুন সার্কুলারটি প্রথম প্রকাশিত হয়েছে নেভি’র অফিসিয়াল ওয়েবসাইট joinnavy.navy.mil.bd -এ। নাবিক ও এমওডিসি পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে 17 ফেব্রুয়ারি 2022 তারিখ হতে। নেভিতে জয়েন করতে পারেন আপনিও। চলুন আবেদন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে আসি নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -এর আলোকে। English Edition.
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
নৌবাহিনী হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌ যুদ্ধ শাখা। এ বাহিনী ১৯৭১ সালে গঠন করা হয়েছিলো। বাহিনীটি বাংলাদেশের প্রায় ১ লক্ষ ১৮ হাজার ০৮ শত ১৩ বর্গ কিলোমিটার সামুদ্রিক অঞ্চল এবং গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ঘাঁটি এবং অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
উইকিপেডিয়া (Wikipedia) অনুসারে, এই বাহিনীতে বর্তমানে প্রায় ২৫ হাজার ৮১ জন সৈনিক কর্মরত রয়েছেন। এছাড়াও ০৩ হাজার ০৮ শত জন সিভিল বা বেসামরিক ব্যাক্তি কর্মরত রয়েছেন।
আজ 11 ফেব্রুয়ারি 2022 তারিখে এই বাহিনীতে পুরুষ নাবিক ও এমওডিসি পদে জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র এসএসসি (SSC) পাশ করলেই আবেদন করতে পারবেন আপনিও।
(উল্লেখ্য, মহিলা নাবিক পদে এবার জনবল নিয়োগ দেওয়া হবে না। অর্থাৎ মহিলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।)
| এক নজরে প্রয়োজনীয় তথ্যাবলী | ||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|

0 Comments